কাটা মেহেদী (প্রকৃত নাম কি তা আমি বলতে পারবো না, গাছে কাটার বংশও নাই কিন্তু লোকে কেন কাটা মেহেদী বলে তাই আমার কাছে প্রশ্নবৃদ্ধ, যাই হোক আমি যেহেতু ছবি দিয়ে দিচ্ছি তাই কারও চিন্তে অসুবিধা হবে না।), লাল বর্ডার ইত্যাদির চারা গাছ বানানু আমার কাছে খুবেই সহজ মনে হয়েছে। নিচে তাই বলার চেষ্ট করছিঃ
প্রথমে বেড বানালাম
বেড বানানোর জন্য সব সময় পর্যাপ্ত পানি সরবরাহ করা যাবে এমন জাগয়া নির্বাচন করলাম। মাটি থেকে ভালভাবে ঘাস-আগাছা মুক্ত করলাম। কোদাল দিয়ে ভালভাবে চাষ দিলাম। কিছু গুবর-সার মিক্স করলাম। (কিছু মিশ্র সারও মিক্স করা যেতো, আমি এই পর্যায়ে করলাম না পরবর্তীতে করতে পারি)। মাটি ভালভাবে সমান করলাম।
মার্তৃগাছ থেকে ডাল সংগ্রহ
আমার কাছে কাটা মেহেদী এবং লাল বর্ডারের কিছু বড়-বড় পুষ্ঠ গাছ ছিল। উক্ত গাছ সমূহ হতে ৫-৬ ইঞ্চি লম্বা করে (পাশ্বের্র ১ম ছবির মত) ডাল কেটে নিলাম।
বেডে ডাল রোপন এবং পরিচর্যা
কাটা ডাল সমূহ বেডে ৪-৫ ইঞ্চি দূরে-দূরে কাঠি অথবা নিরানির মাথা দিয়ে ছোট-ছোট গর্ত করে রোপন করলাম। পলিথিন জাতীয় কিছু দিয়ে ঢেকে দিলাম যাতে সূর্যের আলো এবং অধিক বৃষ্টিপাত থেকে রক্ষা পায়। প্রতিদিন ৪-৫ বার করে সেচ দিতে লাগলাম। কিছু দিনের মধ্যেই সব ডাল হতে শিকর বেড় ততে লাগলো। তখন উপরের ঢাকনা সরিয়ে দিলাম। এখন প্রদিদিন ২-৩ বার সেচ দিলেই চলে। ২০-২৫ দিনের মধ্যেই উক্ত ডাল সমূহ চারা গাছে রূপান্ত হল। যা কিনা বেড থেকে তুলে মূল জায়গায় নিয়ে লাগানোর মত উপযোগী হল।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন